Deadvlei পৃথিবীর বুকে যেন ভিনগ্রহ

rohosso,rohosso barta,rohosso golpo,rohosso moja,ojana rohosso,bangla rohosso,rohosso express,oshomapto rohosso,tajmahaler rohosso,ojana rohosho,ojana rohosso bangla,prithibir ojana rohosso,rohosser video bangla,mahmudullar kala jainga rohosso,history,odvut,taj mahal history,ojana rohosho2019

ইংরেজি ডেড (Dead) ও স্থানীয় শব্দ ভ্লেই (Vlei)- এর সমন্বয়ে ডেডভ্লেই (Deadvlei) শব্দটি গঠিত, যার অর্থ মৃত জলা। নামিবিয়ার Namib Naukluft ন্যাশনাল পার্কে এটি অবস্থিত। বিস্তীর্ণ কমলা রঙের বালির এ মরুভূমির মধ্যে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা অদ্ভুত সাদা স্থানটি মূলত চিনামাটির একটি স্তরবিশেষ। এক সময় টিসাউচাব নদী এর মধ্যে দিয়ে প্রবাহিত ছিল। 

প্রায় ৯০০ বছর আগে এ নদীর গতিপথ পাল্টে যায়, রেখে যায় ধু ধু সাদা প্রান্তর আর অনেকগুলো ছোট জলা। পরে এ জলার পাড়ে জন্মে অ্যাকাশিয়া গাছ। ক্রমান্বয়ে পানি শুকিয়ে গেলে গাছগুলো মরে যায়, আর থেকে যায় শুধু এদের কঙ্কাল। বিস্তীর্ণ মরুময় এ স্থানের বাতাস এতটাই শুষ্ক যে দীর্ঘ প্রায় ৬০০-৭০০ বছর গাছগুলো না পচে এখনো মাথা তুলে দিব্যি দাঁড়িয়ে আছে। এ সাদা প্রান্তর ঘিরে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু বালির ঢিবি বা বালিয়াড়ির বিশাল বিশাল সব প্রাচীর।

rohosso,rohosso barta,rohosso golpo,rohosso moja,ojana rohosso,bangla rohosso,rohosso express,oshomapto rohosso,tajmahaler rohosso,ojana rohosho,ojana rohosso bangla,prithibir ojana rohosso,rohosser video bangla,mahmudullar kala jainga rohosso,history,odvut,taj mahal history,ojana rohosho2019

এসব বালিয়াড়ির মধ্যে একেকটির  উচ্চতা প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার। এগুলোকে দেখলে মনে হয় এ যেন অন্য কোনো গ্রহের দৃশ্য। এখানকার মনোরম মরু সৌন্দর্যের জন্য দ্য সেল ও গজনির মতো অনেক হলিউড ও বলিউড সিনেমার বহু মনোরম দৃশ্য ধারণ করা হয়। ডেডভ্লেই ও এর নিকটবর্তী সোসাসভ্লেইয়ের আশ্চর্য সুন্দর রূপ দেখতে মরুভূমি পাড়ি দিয়ে ভিড় জমায় হাজার হাজার পর্যটক।

[তথ্যসূত্রঃ ইন্টারনেট]


কমেন্ট করে জানান তথ্যটি কেমন লাগলো। এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। নিজে জানুন ও অন্যকে জানতে সহযোগিতা করুন।