About Us


'আইডিয়া ওয়ার্ল্ড বিডি' বিচিত্র ধরনের তথ্য সমৃদ্ধ একটি পুর্ণাঙ্গ বাংলা ব্লগ/ওয়েবসাইট। এই সাইট’টি উদ্ভাবিত হয়েছে ‘রুহুল আমিন’(অ্যাডমিন) দ্বারা ২০১৯ সালে। অল্প সময়ের মধ্যেই এটি পাঠক সমাজে সমাদৃত হতে শুরু করেছে। এই ব্লগ/ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে ইউজারদের ভিন্ন স্বাদের তথ্য ও ফ্রি সেবা প্রদানের জন্য। 

বাংলাদেশ, বিশ্ব, বিজ্ঞান, প্রযুক্তি, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং, লাইফ স্টাইল, টেক রিভিউ, প্রশ্নোত্তর সহ ইত্যাদি আরো অন্যান্য বিষয়ের আর্টিকেল দ্বারা নিয়মিত আপডেট রাখা হয় এই সাইটটিকে। আইডিয়া ওয়ার্ল্ড বিডি সব সময় চেষ্টা করে যাচ্ছে পাঠকদের ভালো মানের কোয়ালিটি সমৃদ্ধ তথ্য উপহার দেয়ার জন্য।